শনিবার, ১২ মে, ২০১৮

রক্ত পরিশোধনকারী

বর্তমানে খাদ্য ও খাদ্যাভ্যাসের ধরন, বায়ুদুষণ, মানসিক চাপ ( স্ট্রেস ) ইত্যাদির কারণে মানুষ রক্ত ঘন ও গাঢ় হওয়াসহ বিভিন্ন ধরনের অ্যালার্জির শিকার হচ্ছে । সম্ভবতঃ বহুল ব্যবহৃত ওষুধ হচ্ছে এখন রক্ত পরিশোধনকারী ওষুধ।

 

রক্ত ঘন ও গাঢ় হওয়ার লক্ষণ ও আলামতসমুহ হচ্ছেঃ হাত- পা নিঃসাড় ( অসাড় ) হয়ে পড়া,মুখমণ্ডলে ও শরীরে ফোস্কা পড়া,মুখমণ্ডলে দাগ পড়া, ব্রণ  ইত্যাদি....।

 

আর রক্ত পরিশোধনকারী ওষুধ এসব আলামত দূর করে । রক্ত হালকা করা ছাড়াও এসব ওষুধে দম বা রক্ত প্রাবল্য ( গালাবা-ই দাম ) আরোগ্য, হৃৎপিণ্ডের কার্যকারিতা ঠিক এবং মুখমণ্ডল ও ত্বক উজ্জ্বল ও মসৃণ হয় ।

 

তবে যে সব জিনিস রক্ত পরিশোধন করে সেগুলো হচ্ছেঃ

 

লেটুস ( কহু) এমনকি লেটুস পাতা , কাণ্ড এবং বীজ

 

বীট পাতা যা বিভিন্ন রোগ ব্যাধি আরোগ্য ( শিফা ) করার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ,

 

শুষ্ক অলূ ( অলূ খোশক ) যেমনঃ অলূ বোখারা এবং বিভিন্ন ধরণের অলূ,

 

আনারঃ স্বয়ং তাজা টাটকা আনার বা এর শুষ্ক ( শুকনো ) দানা  এবং রোব্বে আনার ( আনার পেস্ট ) । আর টম্যাটো পেস্টের বদলে যত সম্ভব ততো  আনার পেস্ট ( রোব্বে আনার ) ব্যবহার করা উচিৎ কারণ আনার পেস্ট রক্ত ঘন ও গাঢ় হতে দেয় না ,

 

সাওয়ীকে আদাস ( সবুজ ডালের ছাতু ) যা এমনকি হিজামতেরও স্থলাভিষিক্ত হতে পারে ।

 

 

অন্যান্য ভেষজ যেমনঃ আন্নাব((عَنَّاب)), যেরেষ্ক ( زرشک),ইরসা ( ایرسا), শাতারেহ ( شاطره ) ইত্যাদিও  ব্যবহার করা যেতে পারে ।

 

ইসলামী সংস্কৃতি ও  জীবনধারা 

1 টি মন্তব্য:

  1. Merit Casino Review & Ratings by Ainsworth
    Ainsworth review by Ainsworth 메리트카지노 players about the games, software, safety, customer service, complaints and more.What casino games can I play at Merit Casino?Is it 인카지노 safe to play 메리트 카지노 at Merit Casino?

    উত্তরমুছুন

খেজুর ( تمر ) এর গুন সংক্রান্ত কিছু হাদিস.

ইমাম সাদিক ( আঃ ) নিজ পিতৃপুরুষদের মাধ্যমে ইমাম আলী ( আঃ ) থেকে বর্ণনা করেছেনঃ ما تأکُلُ الحامِلُ مِن شيءٍ و لا ...