শুক্রবার, ২৫ মে, ২০১৮

খেজুর ( تمر ) এর গুন সংক্রান্ত কিছু হাদিস.

ইমাম সাদিক ( আঃ ) নিজ পিতৃপুরুষদের মাধ্যমে ইমাম আলী ( আঃ ) থেকে বর্ণনা করেছেনঃ

ما تأکُلُ الحامِلُ مِن شيءٍ و لا تَتَداوَی بِهِ أَفضَلُ مِن الرُّطُبِ

খোর্মার (খেজুর ) চেয়ে উত্তম কোনো খাদ্য গর্ভবতী  খায় না এবং উত্ত্ম কোনো ঔষধ দিয়ে সে আরোগ্য লাভ করে না।( বিহারুল আনওয়ার , খঃ ৬৬ , পৃঃ ১২৮ , হাদীস নংঃ ১০

 

 

ইমাম সাদিক ( আঃ ) হযরত আমীরুল মুমিনীন আলী ( আঃ ) বর্ণনা করেছেনঃ

خالفوُا أَصحَابَ المُسکِرِ وَ کُلُوا التَّمرَ فَإِنَّ فِيهِ شِفَاءٌ مِنَ الأَدوَاءِ

মদ্যপায়ীদের বিরোধিতা করো এবং ( মদের পরিবর্তে ) খেজুর খাও।কারণ খোর্মায় ( খেজুর ) নিহিত আছে রোগসমুহের আরোগ্য ( শিফা )।( বিহারুল আনওয়ার , খঃ ৬৬ , পৃঃ ১২৩ , হাদীস নংঃ ৩১ )

 

                                        

 এক হাদীসে হযরত ইমাম আমীরুল মুমিনীল আলী ( আঃ ) বলেছেনঃ

خَيرُ تَمَرَاتِکُمُ البَرَنِيُّ ، فَأَطعِمُوا نِسَاءَکُم فِي نِفَاسِهِنَّ تَخرُج أَولَادُکُم حُلَمَاءَ

লাল খোর্মা ( বার্রানী ) হচ্ছে সর্বোত্তম খেজুর।তাই তোমরা তোমাদের মহিলাদেরকে তাদের নিফাসে ( সন্তান প্রসবের পর যে সময় পর্যন্ত মহিলাদের রক্তস্রাব হয়ে থাকে সে সময়কাল নিফাস বলে পরিচিত ) খেজুর খাওয়াও তাহলে তোমাদের সন্তানেরা ধৈর্য্যশীল ও সহিষ্ণু হবে।( বিহারুল আনওয়ার , খঃ ৬৬ , পৃঃ ১৩৪ , হাদীস নংঃ ৩৮। আর বার্রানী হচ্ছে হলুদ রংএর গোলাকার খেজুর এবং এ খেজুরটি যত খেজুর আছে সেগুলোর মধ্যে সর্বোত্তম )।

 

 

মারূফ ইবনে খার্রাবূয থেকে বর্ণিতঃ

তিনি হযরত আমীরুল মুমিনীন আলী (আঃ)কে খেজুর ও রুটি খেতে দেখেছেন।( বিগহারুল আনওয়ার , খঃ ৬৬ , পৃঃ ১৩৯ , হাদীস নংঃ ৫১ )

 

 

ইমাম সাদিক ( আঃ ) বলেছেনঃ

کانَ أمِيرُ المُؤمِنِینَ ( ع ) يَأخُذُ التَّمرَ فَيَضَعُهَا عَلَی اللُّقمَةِ وَ يَقُولُ: هذَا أُدمُ هذِهِ 

হযরত আমীরুল মুমিনীন ( আঃ ) রুটির টুকরার মধ্যে খেজুর রেখে বলতেনঃ এই খেজুর হচ্ছে রুটির সালোন বা তরকারী ( অর্থাৎ রুটি খোরমার সাথে খাওয়া উচিৎ )।( বিহারুল আনওয়ার , খঃ ৬৬ , পৃঃ ১৩৯ , হাদীস নংঃ ৫২ )

 

 

হযরত আমীরুল মুমিনীন আলী ( আঃ ) থেকে বর্ণিত হয়েছেঃ তিনি বলতেনঃ

کُلُوا التَّمرَ فَإِنَّ فِيهِ شِفَاءٌ مِنَ الأَدوَاءِ

তোমরা খেজুর খাবে। কারণ খেজুরে রয়েছে রোগসমুহের আরোগ্য ( শিফা ) । ( বিহারুল আনওয়ার , খঃ ৬৬ , পৃঃ ১৪১ , হাদীস নংঃ ৫৮ )

 

 

ইমাম আমীরুল মুমিনীন আলী ( আঃ ) থেকে ইমাম সাদিক (আঃ) বর্ণনা করেছেনঃ

مَن أَکَلَ سَبعَ تَمرَاتٍ عَجوَةً عِندَ مَضجَعِهِ ، قُتِلَ الدُّودُ فِي بَطنِهِ

যে ব্যক্তি ৭ টি আজওয়া খেজুর (থেতো করে)  ঘুমানোর সময় খাবে তার অন্ত্রস্থ কৃমি মরে যাবে।( মুস্তাদ্রাকুল ওয়াসাইল , খঃ ১৬ , পৃঃ ৩৯০ , হাদীস নংঃ ৩ , তিব্বুল আয়িম্মা গ্রন্থ থেকে )

 

-ইসলামী সংস্কৃতি ও  জীবনধারা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

খেজুর ( تمر ) এর গুন সংক্রান্ত কিছু হাদিস.

ইমাম সাদিক ( আঃ ) নিজ পিতৃপুরুষদের মাধ্যমে ইমাম আলী ( আঃ ) থেকে বর্ণনা করেছেনঃ ما تأکُلُ الحامِلُ مِن شيءٍ و لا ...